সোনালী রাজশাহী ডেস্ক : আজ ৩০শে মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপনে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মো: শাফিন মাহমুদ, আরএমপি ও জেলা পুলিশ, রাজশাহী’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মো: তোজাম্মেল হক।