সোনালী রাজশাহী নিউজ: মঙ্গলবার (৪ এপ্রিল) ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া রেলওয়ে স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আজকে এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ দুই হাত তুলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া দিচ্ছে। কারণ আজ তাদের স্বপ্ন ও প্রাণের দাবি পূরণ হয়েছে পদ্মা সেতু ও পদ্মার ওপর দিয়ে রেল যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে।
তিনি বলেন, শুধু ঢাকা-সদরপুর-চরভদ্রাসন না, সারা দক্ষিণ-পশ্চিমাঞ্চল মানুষের প্রাণের দাবি ছিলো পদ্মা সেতু। আজকে সেই পদ্মাসেতু দিয়ে রেল যোগাযোগ পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। আমি মনে করি আমাদের যেই স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করেছেন