নিজস্ব প্রতিবেদক : পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায়
১০ এপ্রিল সোমবার রাত ২.৩০ ঘটিকায় বাঘা থানাধীন হরিরামপুর পশ্চিমপাড়া গ্রামস্থ ধৃত ১নং আসামীর বসত বাড়ীর সামনে হাসেমের মোড় হতে হরিরামপুর গামী ইট পাড়া রাস্তার উপর মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করাকালে ধৃত আসামী ১। মোঃ আমিনুল ইসলাম @ ডাবলু (৪০), পিতা- আলহাজ মোঃ আনছার আলী, সাং- হরিরামপুর (পশ্চিমপাড়া), থানা- বাঘা, ২। মোঃ হাসান আলী (১৯), পিতা- মোঃ আলতাব হোসেন, সাং- ঝিকড়া, থানা- চারঘাট, উভয় জেলা- রাজশাহীদ্বয়কে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।