সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জাতীয় যুব সংহতির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১০ এপ্রিল ২০২৩), সোমবার সন্ধ্যায় শহরের উৎসব কমিউনিট সেন্টার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব সংহতি সিরাজগঞ জেলা শাখার আহবায়ক, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টির সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিনুল ইসলাম ঝন্টু।
জাতীয় যুব সংহতি সিরাজগঞ জেলা শাখার সদস্য সচিব এ্যাড. মুজাহিদ বিন রহমান মিঠুন এর সঞ্চালনায় জাতীয় যুব সংহতির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে জাতীয় পার্টি রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহমুদুল রহমান ফারক, চৌহালী উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জাতীয় পার্টি সিরাজগঞ জেলা শাখার নেতৃবৃন্দ, জাতীয় যুব সংহতির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।