সোনালী রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হিরোইনসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
রাজশাহী জেলা গোয়েন্দা শাখার চলমান মাদকবিরোধী অভিযানে পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম, ও এসআই (নিঃ) মোঃ নাছিম উদ্দিন সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায়
১৫ এপ্রিল শনিবার রাত ৩.৪০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন চর ভুবনপাড়া গ্রামস্থ ধৃত আসামীর বসত বাড়ীর ভিতর অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করাকালে ধৃত আসামী ১। মোঃ কেতাব আলী (৩২), পিতা- মৃত আলাউদ্দিন, সাং-চর ভুবনপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ৫০০ (পাঁচশত) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।