সোনালী রাজশাহী : বগুড়ার নন্দীগ্রামে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুই যুবক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ শনিবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রামের বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আল-ইমরান (৩০)। তিনি নন্দীগ্রাম পৌরসভা দামগড়া গ্রামের নান্টু হোসেনের ছেলে। অন্যজন অনার্স প্রথম বর্ষের ছাত্র আবিদার (২৪)। তিনি গাইবান্ধা সদরের গোলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে আবিদার বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল দ্রুতগতিতে চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক আবিদার ঘটনাস্থলেই মারা যান।
আল-ইমরানসহ তার স্ত্রীও ওই মোটরসাইকেলে থাকা বন্ধু মাহি মহাসড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আল-ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
।