সোনালী রাজশাহী : আরএমপিতে সিডিআর অ্যানালাইসিস কোর্সের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার।
আজ সকাল ১০ টায় আরএমপি ট্রেনিং স্কুল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টরদের নিয়ে ৭ দিন মেয়াদি ‘সিডিআর এনালাইসিস কোর্স’ (৪র্থ ব্যাচ) এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। এসময় প্রশিক্ষাণার্থীদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার মহোদয় কোর্সের গুরুত্বারোপ করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কোর্স উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মো: সাফিন মাহ্মুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: গোলাম রুহুল কুদ্দুস, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।