পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে সাংসদ প্রফেসর ডাঃ মনসুর রহমান দলীয় নেতাকর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই আনাস পিএএ, জিউপাড়া ইউপি চেয়ারম্যান শাহানারা বেগম, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘর বাড়ি পরিদর্শন করেন এবং সরকারি ভাবে প্রত্যককে এক বাণ্ডেল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা সহায়তার আশ্বাস দেন।
গত ২৬ এপ্রিল বুধবার বিকেলের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও শিলাবৃষ্টিতে প্রায় ৫ শতাধিক ঘর-বাড়ী লণ্ডভণ্ড হয়ে যায় এবং আম, লিচু, ধানসহ বিভিন্ন ধরনের কাঁচা ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফলে অসহায় হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত অত্র এলাকার কৃষকরা।