সোনালী রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ২ কেজি হেরোইন ও ৫ হাজার ৭’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শনিবার রাত ১১টার দিকে কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অভিযান চালাই।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে ভারতে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ওই বস্তা তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, কয়েকজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বিওপির ব্যাটালিয়নের হাবিলদার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অভিযান চালান।