সোনালী রাজশাহী : পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের যুবারা অবশেষে তৃতীয় ওয়ানডেতে এসে জয়ের মুখ দেখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে এখনও সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪১.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে মাত্র ২৬ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে বাংলাদেশ। নোঙর ফেলে জয়ের বন্দরে।
টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশ যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তা বোঝা যায় পাকিস্তানের ইনিংস মাঠে গড়ানোর পরই। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তানের যুবারা। প্রতিরোধ গড়তে পারেননি ব্যাটাররা। পাকিস্তানের অধিনায়ক সাদ বেগ দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন। আরাফাত মিনহাজের ২৮ ও আলি আসফান্দের ২৭ রানে কোনোমতে দেড়শ’র গণ্ডি পার করে পাকিস্তান।
বাংলাদেশের যুবাদের হয়ে রোহানাত দৌল্লাহ ২০ রানে তিন উইকেট নেন। ৩৭ রানে তিন উইকেট নেন ইকবাল হাসান ইমন। ৩০ রানে ২ উইকেট পান শেখ পারভেজ জীবন।
লক্ষ্য একেবারে মামুলি। রান তাড়ায় শুরুটাও দারুণ হয় বাংলাদেশের। আদিল বিন সাদিক ও মাজহারুল ইসলাম ভালো সূচনা এনে দেন। যাতে ভর দিয়ে জয়ের পথে এগিয়ে চলে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আদিল। ২১ রান করেন মাজহারুল। দ্রুত গতিতেই রান তোলেন বাংলাদেশের যুবারা। এতে ছয়টি উইকেট হারালেও জয় পেতে অসুবিধা হয়নি। ২৪ ওভার হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডেতে জিতে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। ব্যবধান কমিয়ে আনল ২-১ এ। চতুর্থ ওয়ানডেতে জিতলে সমতা আসবে সিরিজে। হারলে সিরিজ পাকিস্তানের।