নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাসিমপুর এলাকার রাজশাহী টু চাপাইনবাবগন্জ মহাসড়কে দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়। বাইকে থাকা তিনজনই তারা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে। এমতাবস্থায় পিছন থেকে আসা একটি ট্রাক তাদের একজনের পা, পিসে দিয়ে চলে যায়।
শুক্রবার রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার কাশিমপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহত ব্যাক্তি (১) মো: সিয়াম (১৮) গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর ৩নং ওয়ার্ড সোহেল রানার ছেলে।
(২) মো রিদয় ( ১৯) মহিশালবাড়ী ২নং ওয়ার্ড নিখিল এর ছেলে।
(৩)মো মারুফ (২৪) পিতা শামীম কাকনহাট গোদাগাড়ী উপজেলা।
তারা ৩ জনই গুরুতর আহত, এদের মধ্যে পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা যাওয়া সিয়ামের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে গোদাগাড়ী ফায়ার স্টেশননের এক কর্মকর্তা জানান গোদাগাড়ী উপজেলা কাশিমপুর
এলাকায় রাজশাহীর দিক হতে আশা একটি মোটরসাইকেল এবং তার বিপরীতমুখি আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার সঙ্গে, সঙ্গে একটি ট্রাক এসে তাদের চাপা দেই। এতে তিনজন গুরুতর আহত হয়।
এমতাবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য গোদগাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।