ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার বর্তমান সমাজে মারাত্মক এক ব্যাধির নাম ইভটিজিং বরিশাল ও খুলনা দুই সিটি করপোরেশন নির্বাচনে  বিজয় নৌকার প্রার্থী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু রাজশাহী শ্রীরামপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের লাশ উদ্ধার অসহায় বৃদ্ধা আলেয়া পেলেন চোখ অপারেশনের টাকা তীব্র তাপপ্রবাহের পর গোদাগাড়ীতে দেখা মিললো সস্তির বৃষ্টি প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ মারা গেছেন দেড় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার নির্বাচনে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হবে: সিইসি

আওয়ামী লীগ সরকার  সবসময় জনগণের পাশে থাকে : নৌপরিবহণ প্রতিমন্ত্রী

সোনালী রাজশাহী:  আওয়ামী লীগ সরকার  সবসময় জনগণের সঙ্গে থাকে জানিয়ে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন জনগণের সঙ্গে থাকে, ক্ষমতার বাইরে থাকলে তখনও জনগণের সঙ্গে থাকে। আমাদের সম্পদ ও শক্তি হচ্ছে জনগণ। এই জনগণ নিয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন। তার উত্তারাধিকার শেখ হাসিনাও জনগণ নিয়েই রাজনীতি করেন।

শনিবার (২০ মে) দিনাজপুরের বিরল উপজেলার সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, , ‘গত ১৫ বছরে বেগম খালেদা জিয়া, বিএনপি, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ড. ইউনূসরা অনেক চেষ্টা করেছে সরকারকে ক্ষমতা থেকে সরাতে। কিন্তু, তারা পারে নাই। আমাদের এই দেশ আমেরিকা ও ইউরোপের সঙ্গে কথা বলে স্বাধীন হয় নেই। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।’

প্রতিমন্ত্রী  বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সামরিক জান্তারা বিভিন্ন সময় এ দেশ দখল করেছিল। সেই দেশ দখলের হাত থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের সংবিধানের ৭ ধারায় স্পষ্টভাবে উল্লেখ  রয়েছে, অবৈধভাবে কেউ দেশ দখলের চেষ্টা করলে, সংবিধান যদি কেউ লঙ্ঘন করে, তার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। তাই, কেউ আর এই দেশের ক্ষমতা দখল করতে পারবে না।’

ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব কিছুর নেতৃত্বে আওয়ামী লীগ ছিল জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সংবিধান পেয়েছি, গণতন্ত্র পেয়েছি। সামরিক জান্তার শাসন সমূলে উৎপাটন করা হয়েছে আওয়ামী লীগের নেতৃতত্বেই।’ 

সাবইল রামচন্দ্রর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমান আলীর সভাপতিত্বে এবং ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি প্রমুখ 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার

আওয়ামী লীগ সরকার  সবসময় জনগণের পাশে থাকে : নৌপরিবহণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
সোনালী রাজশাহী:  আওয়ামী লীগ সরকার  সবসময় জনগণের সঙ্গে থাকে জানিয়ে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন জনগণের সঙ্গে থাকে, ক্ষমতার বাইরে থাকলে তখনও জনগণের সঙ্গে থাকে। আমাদের সম্পদ ও শক্তি হচ্ছে জনগণ। এই জনগণ নিয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন। তার উত্তারাধিকার শেখ হাসিনাও জনগণ নিয়েই রাজনীতি করেন।

শনিবার (২০ মে) দিনাজপুরের বিরল উপজেলার সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, , ‘গত ১৫ বছরে বেগম খালেদা জিয়া, বিএনপি, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ড. ইউনূসরা অনেক চেষ্টা করেছে সরকারকে ক্ষমতা থেকে সরাতে। কিন্তু, তারা পারে নাই। আমাদের এই দেশ আমেরিকা ও ইউরোপের সঙ্গে কথা বলে স্বাধীন হয় নেই। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।’

প্রতিমন্ত্রী  বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সামরিক জান্তারা বিভিন্ন সময় এ দেশ দখল করেছিল। সেই দেশ দখলের হাত থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের সংবিধানের ৭ ধারায় স্পষ্টভাবে উল্লেখ  রয়েছে, অবৈধভাবে কেউ দেশ দখলের চেষ্টা করলে, সংবিধান যদি কেউ লঙ্ঘন করে, তার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। তাই, কেউ আর এই দেশের ক্ষমতা দখল করতে পারবে না।’

ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব কিছুর নেতৃত্বে আওয়ামী লীগ ছিল জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সংবিধান পেয়েছি, গণতন্ত্র পেয়েছি। সামরিক জান্তার শাসন সমূলে উৎপাটন করা হয়েছে আওয়ামী লীগের নেতৃতত্বেই।’ 

সাবইল রামচন্দ্রর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমান আলীর সভাপতিত্বে এবং ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি প্রমুখ