সোনালী রাজশাহী : সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন আর নেই। চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের প্রথম জানাজা আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসে আগামীকাল শনিবার (৩ জুন) সকাল ১০টায় অনুষ্টিত হবে।
এরপর আছর নামাজের পর তার দ্বিতীয় জানাজা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গণে বাদে এশা তৃতীয় জানাজা শেষে তাকে মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানের দাফন করা হবে।