সোনালী রাজশাহী : চলতি সপ্তাহে প্রকাশ হবে রাবির ভর্তি পরীক্ষার ফল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৩১ মে (বুধবার) শেষ হয়েছে। এই ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহের যেকোনো দিনে প্রকাশ হবে বলে জানা গেছে।
রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে দৈনিক ইত্তেফাক’কে এ তথ্য জানান।
জনসংযোগ দপ্তরের এই প্রশাসক বলেন, পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকেই ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শুরু হয়েছে। পরীক্ষার ফল যাতে নির্ভুল হয় সেদিকে যথেষ্ট সতর্ক থেকে আমরা কাজ করে যাচ্ছি। চলতি সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশিত হবে।