সোনালী রাজশাহী : ক্রিকেটারদের চিন্তাচেতনায় পরিবর্তন এবং মানসিকভাবে আরও শক্তিশালী করতে মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি। এরই মধ্যে দুই সপ্তাহের জন্য দলের সঙ্গে যুক্ত হয়েছেন একজন মাইন্ড ট্রেনার
এদিকে শুধু মাইন্ট ট্রেনার নয়, এবার মোটামুটি বড় মেয়াদে একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হচ্ছে বিসিবি। সামনেই এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো আসর। সেখানে ক্রিকেটারদের কাছ থেকে শতভাগ চান লঙ্কান কোচ। ফলে রাখা হয়েছে মনোবিদ অধ্যায়।
ক্রিকেটারদের টানা খেলার ধকলে ক্লান্ত হয় শরীর। কিন্তু মনের ক্লান্তির খবর সেখাবে রাখা হয় না। তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসানরা ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে চলেন। অনেক সময় ব্যত্যয় ঘটে। খুব সহজ বিষয়টিও জটিল হয়ে যায় মাঝেমধ্যে।
অ্যালান ব্রাউনি দলের সঙ্গে কাজ করবেন সপ্তাহ দুয়েক। বিসিবি তার প্রতিফলন চায় আসন্ন আফগানিস্তান সিরিজে। এরপর ১১ আগস্ট যোগ দেবেন ডক্টর ফিল। তার তালিম চলবে এশিয়া কাপ পর্যন্ত। এর আগেও তিনি কাজ করেছেন লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ে। সব মিলিয়ে বড় প্রত্যাশা রয়েছে ক্রিকেট বোর্ডের।
বিসিবির অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘খেলোয়াড়দের চিন্তাভাবনা আরও পরিষ্কার এবং তীক্ষ্ণ করতে মনোবিদ নিয়োগ দেয়া হচ্ছে। তারা যেন মানসিকভাবে সবসময় উন্নতি করতে পারে, সে লক্ষ্যে একজন মাইন্ড ট্রেনার আপাতত রাখা হয়েছে।
শুধু দলগত নয়, মনোবিদের সঙ্গে ব্যক্তিপর্যায়ে কাজ করেও সফলতা পেয়েছেন ক্রিকেটাররা। যার উজ্জ্বল দৃষ্টান্ত তাসকিন আহমেদ। তাই বলা যায়, বিসিবির এই উদ্যোগের একটা ইতিবাচক ফল পেতে পারে দেশের ক্রিকেট।