নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এর নৌকা প্রতীকের পক্ষে বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
জনসংযোগ শেষে জাহাজ ঘাট মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।
এ ছাড়াও নৌকা প্রতীকের পক্ষে জনসংযোগ করেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৭ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ।