সোনালী রাজশাহী : রাসিক সাধারণ নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনের আগমন।
বুধবার ৭ই জুন ২০২৩ সকাল ৯ টায় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) জনাব মো: আহসান হাবিব খান রাজশাহী সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে রাজশাহীতে আগমন করলে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে রাজশাহী সার্কিট হাউজে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয় এবং আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে আরএমপি’র একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার), আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন।