আব্দুল কাদের নাহিদ, বাঘা: দীর্ঘ ৭ মাস ধরে চোখে ছানি রোগে ভুগছেন রাজশাহীর বাঘা উপজেলার জোতসাস্তা গ্রামের আলেয়া বেগম। নিজের কোন সামর্থ না থাকায় লাঠি হাতে চলছিল আলেয়ার জীবন-যাপন। আলেয়ার চোখ অপারেশনের দায়িত্ব নিলেন সামাজিক সংগঠন বানিয়াপাড়া মানবিক সংস্থা।
মৃত তাছের উদ্দিনের স্ত্রী বৃদ্ধা আলেয়ার বয়স ৬৫ বছর। ১ মেয়ে ৩ ছেলেন জননী আলেয়া এক ছেলে ভ্যান চালিয়ে কোন রকম সংসার পরিচালনা করেন, অন্য দুজনে একজন মানসিক ভারসাম্যহীন আরেক জন শারিরিক প্রতিবন্ধি।
৯ জুন শুক্রবার আলেয়ার বাড়িতে গিয়ে চোখ অপারেশনের যাবতীয় খরচে টাকা তুলে দেয় বানিয়াপাড়া মানবিক সংস্থার সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম সহ অন্য সদস্যরা।