সোনালী রাজশাহী : রাজশাহী নগরীর শ্রীরামপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র সাইমের লাশ উদ্ধার করা হয় সকাল সাড়ে ৭টার দিকে। আর দুপুর ১২ টার ঘটনা স্থাল থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। এই উদ্ধারের মধ্য দিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা হয়েছে। এখন পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ হস্তান্তর করবে।
গালিবের ফুফাতো বোন রিক্তা পারভিন জানান, শনিবার সকালে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোট নয়জন শিক্ষার্থী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষ করে বেলা সাড়ে ১১টার দিকে তারা পদ্মায় গোসল করতে নামেন। পদ্মার কিনারায় নামলেও পরে স্রোতের তোড়ে ওই দুই শিক্ষার্থী দূরে ভেসে যান। একপর্যায়ে পরে রিফাত খন্দকার গালিব নদীতে ডুবে যান। রিফাত খন্দকার গালিবকে উদ্ধার করতে যায়, তার বন্ধু সারোয়ার সাইম। কিন্তু বন্ধু রিফাত খন্দকার গালিবকে বাঁচাতে গিলে তিনিও নদীতে ডুবে যান।
এ সময় অন্য সহপাঠীরাও নদীতে এগিয়ে যায়, কিন্তু স্রোতের কারণে ওরা দুইজন নদীর আরও দূরে চলে যায়। পরে তার অন্য বন্ধু ও সহপাঠীরা তীরে এসে জাতীয় জরুরি সেবায় ‘৯৯৯’ ফোন দেন। এরপর ফায়ার সার্ভিস রাজশাহী সদর দপ্তরের কর্মী ও ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।