লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে।
সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানান, সোমবার সন্ধ্যায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় নারিকেলের গোডাউন, ভাঙারি দোকান, হার্ডওয়ারের গোডাউনসহ ১০টি দোকান পুড়ে যায়। পরে সংবাদ পেয়ে লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।