হত্যার শিকার পাঁচ বছরের শিশু আনিলা ইসলাম আয়াতের মরদেহ চট্টগ্রামের ইপিজেড এলাকায় খণ্ডিত মাথার অংশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরের আকমল আলী রোড স্লুইসগেট থেকে মাথার খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।
এর আগে গতকাল দুপুরে একই স্থান থেকে আয়াতের খণ্ডিত দুই পা পাওয়া গিয়েছিল।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, গত সাত দিন ধরেই খণ্ডিত এই মরদেহ উদ্ধারে কাজ করছে পিবিআই। এই প্রেক্ষাপটে ঘাতক আবির আলীর দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে খোঁজা হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় একজন মাঝি স্লুইস গেটে পলিথিন মোড়ানো মাথার অংশটি দেখে তাদের খবর দেয়। খবর পেয়ে সেটি উদ্ধার করে পিবিআই। মরদেহের অন্যান্য অংশের খোঁজে অভিযান চলছে বলেও জানান তিনি।
গত ১৫ নভেম্বর বিকালে নগরীর নয়াহাট এলাকার নিজের বাসার সামনে থেকে নিখোঁজ হয় শিশু আয়াত। এর দশদিন পরে আয়াতের পরিবারের সাবেক ভাড়াটিয়া আবির আলীকে গ্রেপ্তারের পর এই হত্যার বিষয়ে নিশ্চিত হয় পিবিআই। ঘাতক আবির আলী আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার কথা জানায়।
এরপর আবির আলীর দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে আয়াতের মরদেহের খোঁজ চালাচ্ছে পিবিআই।