পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে জিল্লুর রহমান (নৌকা), আসিফ-উজ-জামান (লাঙ্গল) । এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে নাজমুল গনি পিন্টু, মো. সাইদুর রহমান, মো. আশরাফুল ইসলাম, এস এম আশরাফুল ইসলাম বাবুল, মো. মেহেদী হাসান সুলতান ও অধ্যাপক একরামুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শিলমাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাফিজুর রহমান, মো. খাদেমুল ইসলাম, মো.শহিদুল ইসলাম, মো. আলী আকবর, মো. এরশাদ আলী, মো. মাহবুবুর রহমান ও আবু হায়াত মোঃ আসাদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, আজ বৃহস্পতিবার এই দুই ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল।