আপলোড সময় : ৩০-১১-২০২৩ ১১:৩৬:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৩ ১১:৩৬:৪০ অপরাহ্ন

কিছু সাংবাদিক নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ বিবাদ সৃষ্টি করে কেউ ভালো নেই!



নিউজ ডেস্ক: দেশের কিছু সাংবাদিক নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ বিবাদ সৃষ্টি করে কেউ ভালো নেই! সাংবাদিক মানে দেশ ও জাতির বিবেক কিন্তু বিবেকহীনের মতো নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও বিবাদ সৃষ্টি করে বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছেন।

দেশের সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা'র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।

তিনি বলেন, হিংসা বিবাদ করলে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সাংবাদিকরা বিবেকহীন হলে জাতির বিবেককে কলঙ্কিত করা হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারবে না এবং সাংবাদিকরা নির্যাতনের শিকার হবে না।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708