নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১আসনে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন থেকে নৌকা প্রতিক পেয়েছেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী।
জতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন আনেকেই তবে শেষ পর্যন্ত চার জন স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন সাবেক তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার, চিত্র নায়িকা মাহিয়া মাহী ও আয়শা সিদ্দিকা ডালিয়া তারা সকলেই আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে নিজ দলের চার জন প্রার্থীর ব্যাপারে কথা হলে তারা বলেন,আসলে যারা প্রার্থী হয়েছেন নৌকার বিরুদ্ধে তাদের কাজি হচ্ছে নৌকার বিরোধীতা করা । এদের মধ্যে কেও কেও আছে অতিতে তারা এগুলোই করে আসছে গত জেলা পরিষদ /উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা আওয়ামী লীগ তথা নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং নির্বাচনী মাঠে নৌকাকে পরাজিত করতে কাজ করেছেন । সংসদ নির্বাচনে তাদের জয়ের আশা নেই জেনেও তারা বর্তমান এমপি ফারুক চৌধুরীর পরাজয় ঘটানোই তাদের মূল উদ্দেশ্য।
তারা জানেনা রাজশাহী-১ আসনের শুধু আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয় এই আসনের দুটি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয়তায় আকাশ ছোঁয়া ফারুক চৌধুরী। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা তথা ফারুক চৌধুরীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আসনের জনসাধারণ ও নেতাকর্মীরা কারন ফারুক চৌধুরী একটি বটগাছ সেই বটগাছ কে হারাতে চাই না তারা।
রাজশাহী-১ আসনে মোট প্রার্থী হয়েছেন ৭ জন বাকি রা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আনন্দোলন বিএনএম'র নোঙ্গর প্রতিকের দলীয় প্রার্থী সামসুজ্জহা বাবু, বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের দলীয় প্রার্থী সামসুদ্দীন মন্ডল। উল্লেখ্য চারজন স্বতন্ত্র প্রার্থী রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।