আপলোড সময় : ০৩-১২-২০২৩ ০৯:১০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৩ ০৯:১০:৫৯ অপরাহ্ন

চারঘাটে পৌরসভার উদ্যোগে শীত বস্ত্র মেলা উদ্বোধন



চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে পৌরসভার উদ্যোগে এক মাস ব্যাপী শীত বস্ত্র মেলার আয়োজন করা হয়।

আজ রবিবার বিকাল ৪ ঘটিকায় সময় মেলার উদ্বোধন করা হয়। এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো:ফখরুল ইসলাম। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন মেয়র একরামুল হক সহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ। এই মেলার আয়োজন করা হয় চারঘাট শহীদ মিনার প্রাঙ্গনে। এখানে বিভিন্ন এলাকা থেকে আসা দোকনিরা হরেক রকমের শীতবস্তের পশরা নিয়ে বসেন।

পৌরসভার আয়োজনে উক্ত মেলার সার্বিক দেখাশোনার করছেন পৌরসভার মেয়র একরামুল হক। উপজেলা চেয়ারম্যান মোঃ ফকরুল ইসলাম জানান, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এই মেলার আয়োজন করা। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708