নিউজ ডেস্ক: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল মালিক মারা গেছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হৃদ্রোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক মারা গেছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪। আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম ফুরকান আলী, মাতার নাম মরহুমা সৈয়দা নুরুন্নেছা খাতুন।
প্রাইমারি স্কুল শেষে ১৯৩৯ সালে সিলেট সরকারি হাইস্কুলে ভর্তি হন। ১৯৪৭ সালে মেট্রিক (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং সরকারি বৃত্তি পান। তখন এ ধরনের ফলাফল বেশ গৌরবের বিষয় ছিল।
নতুন প্রজন্মের প্রতি তাঁর উপদেশ ছিল, ‘যে কাজই করো, তাতে যেন আন্তরিকতা, একনিষ্ঠতা আর নৈতিকতাবোধের অভাব না থাকে। আমার দ্বারা যেন কারও কোনো ক্ষতি না হয়, এটা সব সময় মনে রাখতে হবে। আর দিন শেষে একজন মানুষের কাজই তাকে স্বীকৃতি আর সম্মান এনে দেয়, তাই অন্য কিছুর পেছনে না ছুটে নিজের কাজটাই ভালোভাবে করে যেতে হবে।’