স্টাফ রিপোর্টারঃ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবন সামনে ১ ঘণ্টার ব্যবধানে ২ টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার রাত সাড়ে নয টার দিকে প্রথম ককটেলটি বিস্ফোরণ হয় রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের গেটের সামনে। এরপর রাত ১০:৪০ মিনিটের দিকে আবারো আরেকটি ককটেল বিস্ফোরণ হয় একই স্থানে। খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পরিদর্শন করে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান,দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাগ্রহণ করা হবে।