আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৩ ‘মান্থ অব দ্য ক্রিকেটার’ নারী বিভাগে নভেম্বরের মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার।
প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এমন পুরস্কার জিতলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তানের সাদিয়া ইকবাল ও বাংলাদেশের আরেক ক্রিকেটার ফারজানা হককে পেছনে ফেলে মাসসেরা নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার (১১ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় আইসিসি। এই পুরস্কার জয়ের পর আইসিসিকে নিজের অনুভূতি জানিয়ে নাহিদা বলেন, ‘ক্রিকেট বিশেষজ্ঞদের এমন অভিজ্ঞ প্যানেল দ্বারা স্বীকৃতি পাওয়াটা আমার কাছে অনেক কিছু। আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হওয়াটা অনুপ্রেরণার বড় উৎস আমার জন্য।' গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন নাহিদা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিজের ঝলক দেখান তিনি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪.১৪ গড়ে নেন সাত উইকেট। সেসময় সিরিজসেরার পুরস্কারও উঠেছিল নাহিদার হাতেই। মূলত, সেই বিবেচনাতেই তাকে মাসসেরা নির্বাচিত করে আইসিসি।