আজ ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী সম্মুখস্থ শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী রেঞ্জ পুলিশের মান্যবর ডিআইজি জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী, স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।’ রাজশাহী রেঞ্জ ডিআইজি শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব ফয়সল মাহমুদ পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ); জনাব বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার) অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট); জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ; জনাব মোঃ আব্দুস সালাম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট); জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশনস্); জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পুলিশ সুপার (ট্রাফিক); জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি), রেঞ্জ কার্যালয়, রাজশাহীসহ রেঞ্জ অফিসে কর্মরত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।