দেলোয়ার হোসেন সোহেল তানোর: তানোরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধ চত্তরে ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে সকল শহিদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন। এরপর পুষ্পমাল্য অর্পণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান আবু বক্কর ও সনিয়া সরদার। উপজেলা ভূমি অফিসার আদিবা সিফাত। থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ আব্দুর রহিম। উপজেলা স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক দল, সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠানসহ সাংবাদিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
পরে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন,বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার ভিডিপি, স্কাউটস,গার্লস গাইড,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কর্তৃক কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপি নানান কর্মসূচি পালন করা হয়েছে।