মহান বিজয় দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষ্যে রাজশাহী কলেজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ ও সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সূর্যোদয়ের সাথে সাথে কলেজ প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮:৩০ মিনিটে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক এবং উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমানসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীর অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার ইউনিটসহ বিভিন্ন বিভাগের ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ০৯ টায় অধ্যক্ষ মহোদয় লাইব্রেরির সম্মুখ চত্বরে বাঁধন কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন। ৯:১৫ মিনিটে কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার গ্রুপ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন করে।
এরপর অধ্যক্ষ মহোদয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বিএনসিসি ও রোভার স্কাউট দলের সদস্যরা মহান মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কিত মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। ৯:৩০ মি. অনুষ্ঠিত হয় বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা। দুপুর ১২:০০ মিনিটে অনুষ্ঠিত হয় অধ্যক্ষ একাদশ ও উপাধ্যক্ষ একাদশ দলের এবং রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি ইউনিটের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। খেলা শেষে অধ্যক্ষ মহোদয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিকেল ৪:০০ মিনিটে শহিদ মিনার চত্বরে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান সিরাজী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মতিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন- মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, এটি আমাদের দেশপ্রেমে অনুপ্রেরণা যোগায় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করার আহবান জানান। এরপর বিজয় দিবস উপলক্ষে রচনা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও রাজশাহী কলেজের নিজস্ব শিল্পীদের দ্বারা পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি হয়।