খেলাধুলা: দুবাইয়ের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশের যুবা ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম শিরোপা জিতেছে যুব টাইগাররা।
তরুণ প্রজন্মের এই ক্রিকেটারদের এমন গৌরবমাখা জয়ে প্রশংসায় ভাসাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুকে এক অভিনন্দন বার্তায় লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা পেরেছে। এশিয়ার সেরা হওয়ায় অভিনন্দন অনূর্ধ্ব-১৯ দল। তোমাদের নিয়ে গর্বিত আমরা।
টুর্নামেন্টজুড়ে দাপুটে ক্রিকেট খেলে গেছে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে মহাপরাক্রমশালী ভারতকে। এবার ফাইনালে উড়িয়ে দিল শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে টপকে ফাইনালে ওঠা আমিরাতকে। টানা ৫ ম্যাচ জিতে যুব এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। বিজয়ের মাসে দেশ এবং জাতিকে বিজয়ের আরও এক উপলক্ষ এনে দিল জুনিয়র টাইগাররা।