আপলোড সময় : ২৫-১২-২০২৩ ১২:০৪:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৩ ১২:০৪:৩৩ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহির প্রচারণায় বিধি লঙ্ঘনে ভ্রাম্যমান আদালতের জরিমানা



দেলোয়ার হোসেন তানোর: রাজশাহী-১ আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা সেই সাথে প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘন করতে দেখা যাচ্ছে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাও করা হচ্ছে।

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও উৎসব পরিবেশের মুখে ভোট উপহার দেওয়ার প্রত্তাই নিয়ে মাঠে কাজ করছেন নির্বাচনী কর্মকর্তারা। এবার সেই কর্মকর্তাদের নির্দেশনার না মেনে  আচরণ বিধি লঙ্ঘন করেছে  স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার মাহিয়া মাহি।

 ২৪ ডিসেম্বর তানোর সদর গোল্লাপাড়া বাজারে ৩ এর অধিক (৭ টি) মাইক ব্যবহার করে প্রচারণা এবং যানবাহনে পোস্টার ব্যানার ব্যবহার করায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ধারা ১৮ (১) মোতাবেক ১০০০/ টাকা জরিমানা করেন ট্রাক প্রতিকের সমর্থকে বলে জানিয়েছেন তানোর সহকারী কমিশনার (ভুমি) জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।

উল্লেখ্য নির্বাচনি প্রচারণা ও পোস্টার ব্যবহার ভুল ভাবে পরিচালনা করায় বিভিন্ন প্রার্থীর দুই সমর্থক কে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708