নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর এলাকায় গহিন জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত ঘরে মদের কারখানা তৈরী করে মদ প্রস্ততকালে ২১২৫ লিটার চোলাইমদ সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, ।
২৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১৪:৪০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১। শ্রী জাসদ টুডু (২৭), পিতা- মৃত দেবেন টুডু, মাতা-মাখোয়া টুডু, ২। শ্রী হিরালাল মরমু (৩০), পিতা- মৃত মাংরা মুরমু, মাতা-বদনী টুডু, উভয় সাং-বাবু ডাইং, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’দ্বয়কে চোলাই মদ ২১২৫ লিটার এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শ্রী জাসদ টুডু (২৭) এবং শ্রী হিরালাল মরমু (৩০) এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। গহীন জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত ঘরে মদের বিশাল কারখানা তৈরী করে। সেখানে তারা প্রতিনিয়ত মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।