সোনালী রাজশাহী: নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডলি সায়ন্তনী। শীতের সকালে কর্মী-সমর্থকদের নিয়ে বাড়িতে, বিড়িতে গিয়ে ভোট চাইছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
রোববার (৩১ ডিসেম্বর) দেখা যায়, ভোর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে সংসদ সদস্য প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর। সুজানগর উপজেলার চিনাখরা, দুলাই, তাতীবন্দ, আমিনপুর, কাজীরহাট, কয়া ভাটিকয়াসহ বিভিন্ন এলাকায় ও বেড়া উপজেলার বাধেরহাট কাজীরহাট, রূপপুর গ্রামের বিভিন্ন বাড়ি, কারখানা বাজারে দলীয় প্রতীক নোঙর মার্কায় ভোট চান তিনি।
নিজ এলাকার মেয়ে হলেও তাকে অনেকেই সামনাসামনি দেখেননি। এই সংগীত শিল্পীকে কাছে পেয়ে খুব খুশি হয়েছেন তার নির্বাচনী এলাকার এক দিন মজুর নাম আজহার আলী। এরই মধ্যে সারা গ্রামের নারী পুরুষ হাজির ডলি সায়ন্তনীকে একনজর দেখতে। আজহার আলীসহ এলাকাবাসীর অনুরোধে তিনি একটি গানও গাইলেন। পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী ডলি সায়ন্তনী প্রতিদিন নিজের সমর্থকদের নিয়ে প্রতীকের প্রচার-প্রচারণা চালাচ্ছেন ।
গ্রামেগঞ্জে গান গেয়ে গেয়ে ভোটের প্রচার-প্রচারণা করছেন। মানুষজনও আগ্রহসহ তার গান শুনছেন। অনেকে তাকে কাছ থেকে একনজর দেখার জন্য ভিড় করছেন। তিনি এভাবে ভোটের মাঠ জমিয়ে রাখছেন।