নাজমুল হক সনি , সাপাহার নওগাঁ : নওগাঁর সাপাহারে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় গুলিতে বই বিতরণ উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিটি বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রী বই বিতরণ করা হয়েছে।
ইংরেজি নববর্ষ প্রথম দিনে সকাল সাড়ে ১০ টার দিকে সাপাহার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল বই উৎসবের শুভ সূচনা করেন ।
এরই ধারাবাহিকতায় আজ বছরের প্রথম দিন সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফুরকুটি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামান নগর উচ্চ বিদ্যালয়, সৃষ্টি একাডেমি, ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠানের পাইলট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার তৃশিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম সাহা, পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজেদুল আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় এ সময় সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।