আপলোড সময় : ০৩-০১-২০২৪ ০৭:৩৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৪ ০৭:৩৮:৩৩ অপরাহ্ন

সুসংবাদ পেলেন এশিয়া কাপজয়ী যুবারা, পাচ্ছেন এক লাখ টাকা করে বোনাস 



খেলাধুলা: আগামী ৭ জানুয়ারি যুব বিশ্বকাপও খেলতে যাবে যুবারা। কয়েকদিন আগে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় করে আসে বাংলাদেশ।

এর আগে একটি সুসংবাদই পেয়েছেন দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্কোয়াডের সব ক্রিকেটার বোনাস হিসেবে পাচ্ছেন এক লাখ টাকা করে।


বুধবার (৩ জানুয়ারি) যুব দলের ম্যানেজার সানোয়ার হোসেন গণমাধ্যমকে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭ ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপ ফাইনালে স্বাগতিকদের ১৯৭ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ দল। এর আগে তারা ভারতকে হারিয়ে ফাইনালে উঠে। এবার সেই পুরস্কারই পাচ্ছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।

গত সোমবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন তারা। ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের, পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপা পুনরুদ্ধারের লড়াই
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708