রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি অনলাইন প্রতারক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বৃহস্পতিবার ৪ জানুয়ারী আমদানিকারকের তথ্য ছাড়া বিভিন্ন প্রসাধনী সামগ্রী, পবিত্র জমজমের পানি ও জায়নামাজ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় সে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।
ভোক্তা অধিকার বলেন ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে অনলাইনে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ‘রিয়াজুল জান্নাহ’ নাম করে জায়নামাজ বিক্রি করা, যথাযথ উৎস ছাড়া পবিত্র জমজমের পানি বাণিজ্যিক উদ্দেশ্যে সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ অলিভ অয়েল, পচা খেজুর বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, আমদানিকারকের তথ্য ছাড়া বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার। কাছে