নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের বিশেষ টহল অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল মতিনের নেতৃত্বে থানা পুলিশ ও বিজিবি এ টহলে অংশ নেয়। নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ভোটের দিনে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে,
যেকোন ধরনের সহিংসতাকে কঠোরভাবে দমন করতে সকল শ্রেণির অপরাধীদের দৌরাত্ম বন্ধ করাসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় সজাগ আছে এই বার্তাটি পুরো উপজেলাবাসীর মাঝে নতুন করে পৌঁছে দিতেই এমন বিশেষ টহল অনুষ্ঠিত হয়েছে বলে জানান, থানার ওসি আব্দুল মতিন ।
জেলার পুলিশ সুপার জনাব সাইফুর রহমানের নির্দেশনায় শুক্রবার দিনভর গোদাগাড়ী থানা পুলিশ প্রশাসনের আয়োজনে ও থানার ওসির সার্বিক তত্তাবধানে এই বিশেষ টহল অনুষ্ঠিত হয়। টহলটি উপজেলার থানা থেকে শুরু হয়ে উপজেলার বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।
ওসি আব্দুল মতিন আরও জানান, নির্বাচনী এলাকায় কেও যদি আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলায় যেন কেউ চাঁদাবাজি ও দখলবাজী করতে না পারে, নির্বাচনকে কেন্দ্র করে কোন মানুষ যেন হয়রানীর শিকার না হয়, সেবাগ্রহীতা কেউ যেন থানায় সেবা নিতে এসে বিড়ম্বনার শিকার না হয় ইত্যাদি বিষয়গুলোর প্রতি গোদাগাড়ী থানার সকল পুলিশ সজাগ রয়েছে।