আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০৫:৩১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০৫:৩১:৪৮ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আরএমপি কমিশনারের ব্রিফিং



রাজশাহী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আরএমপি পুলিশ কমিশনার ব্রিফিং করেছে। আজ ৬ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ৯ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেড শেষে পুলিশ কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

আরএমপি’র কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার এর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ ও আনসার সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708