দেলোয়ার হোসেন সোহেল: আজ সারা দেশে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদ নির্বাচন তবে এই নির্বাচনে জয়ের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করলেন রাজশাহী-১ আসনের আ"লীগ মনোনীত নৌকার মাঝি ওমর ফারুক চৌধুরী।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন থেকে ষষ্ঠবার(৬ বার) নৌকা প্রতিক পেয়েছেন । চলতি মাসের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ আসন গোদাগাড়ী ও তানোর উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের কঠোর পরিশ্রমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট উপহার পেয়েছেন জনগন।
রাজশাহী-১ আসনে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী - ১১,১৭৩ ভোট বেশি পেয়ে পুনরায় এমপি নির্বাচিত হলেন। তানোরে নৌকা প্রতিকে ভোট প্রাপ্ত ৪৩,৩৭২ ও কাঁচি প্রতিক পেয়েছে ৪৯,১০৯। তানোরে ৫.৭৩৭ ভোটে এগিয়ে ছিলেন কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী। তানোরে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী মাহিয়া মাহি ভোট পেয়েছেন ২.০৮২ স্বতন্ত্র বেলুন প্রতিকের প্রার্থী আয়েশা আক্তার ডালিয়া ভোট পেয়েছেন৪০৮ ও লাঙ্গল প্রতিকের শামসুল মন্ডল পেয়েছেন ৩৬৭ ভোট।
গোদাগাড়ী উপজেলায় আ"লীগের মনোনীত নৌকার মাঝি ওমর ফারুক চৌধুরী ভোট পেয়েছেন ৬০,২২০ ও স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী ৪৩,৩১০ ভোট। ট্রাক প্রতিক পেয়েছে ৬,৯২৭ ভোট। এদিকে নৌকা প্রতিক তথা ফারুক চৌধুরীর জয়কে কেন্দ্র করে রাজশাহী-১ আসনের বিভিন্ন ইউপি ও ওয়ার্ডে ওয়ার্ডে আনন্দ মিছিল হচ্ছে।