দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় সরকার প্রধান নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন র্যাব মহাপরিচালক ।
গতকাল রোববার ৭ জানুয়ারী সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ ১৫০ এর অধিক সংসদীয় আসনে জয়লাভ করায় আবারও তারা সরকার গঠন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ বিজয় অর্জন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান মহাপরিচালক, র্যাব ফোর্সেস, অতিরিক্ত আইজিপি জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, (গ্রেড-১)।
এ সময় আরও উপস্থিত ছিলেন, র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), কর্নেল মোঃ মাহাবুব আলম, বিপিএম, পিপিএম, বিপিএমএস (বার) ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), ডিআইজি ইমতিয়াজ আহমেদ, বিপিএম (সেবা), পিপিএম।