আবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আ.ক.ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আরও ৩৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন আ.ক.ম মোজাম্মেল হক।
বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৩৫ বছর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩ বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান; ৪ বার পৌর চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হন।
২০০৮ সালে পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে বিজয়ী হন।