আপলোড সময় : ১৩-০১-২০২৪ ০৮:৩১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৪ ০৮:৩১:৫০ অপরাহ্ন

আরইউজের ত্রিবার্ষিক নির্বাচনে  সভাপতি রফিক, সাধারণ সম্পাদক রকি


নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রিবার্ষিক নির্বাচনে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম রফিক সাধারন সম্পাদক সময় সংবাদের সাইফুর রহমান রকি নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, এছাড়াও অন্যান্য নব-নির্বাচিত সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান দপ্তর সম্পাদক আমজাদ হোসেন , কোষাধ্যক্ষ সালাহ উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য আযাহার উদ্দিন নির্বাচিত হয়েছেন।


এর আগে গত অনুষ্ঠিত নির্বাচনে রফিক সভাপতি ও সাধারন সম্পাদক তানজিমুল নির্বাচিত হয়েছিলেন।


আজ শনিবার (১৩ জানুয়ারী) আরইউজে কার্যালয়ে সভাপতি পদে পুনঃভোটগ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৮১ জন। তবে ৭৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নবনির্বাচিত সভাপতি রফিক এবং সাধারণ সম্পাদক রকি রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরও গতিশীল করতে সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708