আপলোড সময় : ১৩-০১-২০২৪ ০৯:৩৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৪ ১০:০১:২৫ অপরাহ্ন

রাজশাহী জনপদ অঞ্চলে বয়ছে হাড়কাঁপানো শীত  


রাজশাহী: মৌসুমের নিম্ন তাপমাত্রায় কনকনে শীতে কাঁপছে রাজশাহী। কয়েকদিনের ঘন কুয়াশা, হিমশীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত। সেই সঙ্গে দেখা মিলছে না সূর্যের।


জেলা জুড়ে বয়ছে মৃদু শৈত্যপ্রবাহ । উত্তরের হিমেল হাওয়া কাঁপুনি ধরাচ্ছে। শনিবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৫ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে   শীতের তীব্রতা সামনের দিনগুলোতে আরও বাড়বে। সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে ঘন কুয়াশায় বরেন্দ্র জনপদের পথঘাট ঢেকে রয়েছে।

তীব্র শীতে জনজীবন ব্যাহত হচ্ছে। সপ্তাহ জুড়ে চলা বৈরী আবহাওয়ায় থমকে গেছে কাজকর্ম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708