‘দ্য বেস্ট' জিতলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা পুরস্কার পেলেন মেসি।
গত বছর ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল শিরোপা জেতা আর্লিং হলান্ড ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
গত সোমবার (১৫ জানুয়ারি) লন্ডনে অনেকটা অপ্রত্যাশিতভাবেই ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট' জিতে নেন মেসি। তবে এবারের পুরস্কারের জন্য মেসিকে যোগ্য মনে করেন না জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস। মেসিকে গত দুই দশকের সেরা ফুটবলার হিসেবে মেনে নিলেও এবারের পুরস্কারটি মেসির পাওয়া উচিত হয়নি বলে মনে করেন বিশ্বকাপজয়ী এই জার্মান। দ্য বেস্টে পুরস্কার দেওয়া হয় জাতীয় দলগুলোর অধিনায়ক, কোচ এবং দর্শক-গণমাধ্যমকর্মীদের ভোটে। এবারের দ্য বেস্টে মেসি ও হলান্ডের পয়েন্ট ছিল সমান ৪৮।
গত মৌসুমে একের পর এক শিরোপা জেতা হলান্ড অবশ্য পিছিয়ে ছিলেন অধিনায়কদের প্রথম পছন্দের ভোটে। অধিকাংশ অধিনায়ক তাদের প্রথম পছন্দের ভোটটি দিয়েছেন মেসির বাক্সেই