আপলোড সময় : ১৯-০১-২০২৪ ০৮:৩৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৪ ০৮:৩৪:৩০ অপরাহ্ন

মহিশালবাড়ীতে উদ্ধোধন হলো উন্নত রুচিশীল পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান  'তাওহিদ নিউ ফ্যাশন এন্ড ক্লথ স্টোর'




মোশারফ হোসেন: রাজশাহীর গোদাগাড়ী মহিশালবাড়ীতে চালু হলো উন্নত রুচিশীল পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাওহিদ নিউ ফ্যাশন এন্ড ক্লথ স্টোর।


আর নয় দূরে কোথাও চলে আসুন মহিষালবাড়ী বাজার সদরে উন্নত রুচিশীল পোশাক এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান” তাওহিদ নিউ ফ্যাশন এন্ড ক্লথ স্টোর ”যার স্বত্বাধিকারী মোঃ সাহাবুদ্দিন।


আজ শুক্রবার ১৯ জানুয়ারী মহিষালবাড়ী সদরে শীতের সন্ধায় হাজারো গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে উদ্ধোধন করা হলো তাওহীদ নিউ ফ্যাসন এন্ড ক্লথ স্টোর । তাওহিদ নিউ ফ্যাশন ক্লথ স্টোর দোকানটি অবস্থিত মহিষালবাড়ী বাজার সদরে রেলবাজার রোড, গোদাগাড়ী, রাজশাহী।


নিউ ফ্যাশনে আপনি পাবেন ছোট,বড়,মধ্যম, ও বয়স্কদের জন্য গুণগত মানের রুচিশীল পোশাক যেমন, শার্ট, টি শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, প্যান্ট, মেয়েদের জন্য থাকছে থ্রি পিস, বোরখা শাড়ী, বিছানার চাদর ইত্যাদি যাবতীয় পোশাক।


আপনি যদি পছন্দ মতো পোশাক ক্রয় করতে চান তাহলে চলে আসুন মহিষালবাড়ী তাওহিদ নিউ ফ্যাশন ক্লথ স্টোরে।

আমরা সকলেই জানি টি-শার্টের চাহিদা অনেক বেশি। অতএব আপনি যদি টি শার্ট , ক্রয় করতে চান সেখান থেকে নায্য মূল্য দিয়ে উন্নত মানের টিশার্ট পরিধান করতে পারবেন, তাহলে অবশ্যই আপনাকে কম দামে এবং ভালো মানের কিনতে হবে তাহলেই আপনি লাভবান হতে পারবেন।


তাওহিদ নিউ ফ্যাশনে আপনি হাই কোয়ালিটি পোশাক সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। আধুনিক বাংলাদেশে রকমারী পোশাকের নির্ভরযোগ্য রুচিশীল পোশাকের প্রতিষ্ঠান তাওহীদ নিউ ফ্যাসন এন্ড ক্লথ স্টোর।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708