নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে এ পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে। সমাপনী দিনে ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ৬ উইকেটে সাদাপুর খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। এছাড়াও শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দড়ি খেলা, ,ব্যাডমিন্টন ও ভলিবল খেলায় জয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।