আসল’ বলে সারা দেশে যাচ্ছে ফরিদপুরের নকল খেজুর গুড়। খেজুর গুড়ের জন্য বিখ্যাত ফরিদপুর জেলা। যে কারণে এ জেলার গুড়ের প্রতি সবারই আলাদা আগ্রহ থাকে। দাম যত বেশিই হোক, ফরিদপুরের গুড় পেলে কোনো কথা নেই! আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।
নকল খেজুর গুড় তৈরির কারখানা খুলে বসেছেন নিজ বাড়িতেই। এ গুড় তারা ‘আসল খেজুর গুড়’ বলে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন চড়া দামে। এমন খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরের নগরকান্দায় নকল খেঁজুরের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান। এ সময় নকল গুড় তৈরিকালে আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামে দুই ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নকল খেজুরের গুড়সহ গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান বলেন আলম শেখ ও জলিল শেখ দীর্ঘদিন ধরে ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালানো হয়। তিনি আরও বলেন তাদের দুই জনকে জরিমানা করা হয়েছে। ১২১ ড্রাম ভেজাল খেজুরের গুড় জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের দুইজনকে সতর্ক করা হয়েছে। নকল পণ্য তৈরির কারখানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।