আপলোড সময় : ২২-০১-২০২৪ ০৬:৩৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৪ ০৬:৩৯:৩২ অপরাহ্ন

বিপিএলের দশম আসরে টানা দ্বিতীয় জয়ের মিশনে ফরচুন বরিশাল



বিপিএল: খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে তামিমের বরিশাল । বিপিএলের দশম আসরে টানা দ্বিতীয় জয়ের মিশন ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের সামনে।


টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা। আজ সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্য সাড়ে ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।


আসরের শুরুটা আশানুরূপ হয়েছে দুদলেরই। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। আর খুলনা ৪ উইকেটে জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। দুদলের মিশন এখন টানা দ্বিতীয় জয়।


ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, দুনিথ ভেল্লালাগে ও মোহাম্মদ ইমরান।



খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম ও ওশান থমাস
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708